করোনাকালীন লকডাউনে কর্মহীন মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে অর্ধ-শতাধিক তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা কেন্দ্রীয় স্টেডিয়াম মাঠে স্বাস্থ্যবিধি মেনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিন, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, প্রেস ক্লাব সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু ও সিনিয়র সাংবাদিক সফি খান প্রমুখ।
খাদ্য সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি চিনি ও আধা লিটার সয়াবিন তেল। এর আগে, জেলা প্রশাসনের উদ্যোগে কর্মহীন ৫ শতাধিক মোটর শ্রমিক সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিল।
বিডি প্রতিদিন/এমআই