বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ১ হাজার ৫ শতাধিক গরীব দুস্থ অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার ও বিরানির প্যাকেট বিতরণ করা হয়েছে। আজ সন্ধায় নরসিংদী যুবলীগের উদ্যেগে পৌর শহরের তরোয়া এলাকায় এ ইফতার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের নিবার্হী সদস্য ব্যারিষ্টার তৌফিক রাহমান ।
তরোয়া কাবুল শাহ্ মাজারে নরসিংদীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বাবু বিজয় কৃষ্ণ গোস্বামীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ ,জেলা আওয়ামী যুবলীগ সহসভাপতি সামসুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সদস্য নাদিম উদ্দিন, নাসির মোল্লা, ফখরুল ইসলাম মিত, মানসুর রহমান, কামাল ভুইয়া, কাজী মেহেদী হাসান, মসিউর রহমান সোহেল, দেলোয়ার হোসেন ভূইয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন