করোনার এই সময়ে হাকিমপুরে দরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিল উপজেলা ছাত্রলীগ। ধান কাটা হওয়ায় খুশি পৌর এলাকার আদিবাসী রঞ্জন টপ্পো নামের ওই কৃষক। এ উদ্যেগকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন নাগরিকরা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এমন উদ্দ্যেগ নেওয়া হচ্ছে বলে জানান ছাত্রলীগ নেতারা।শুক্রবার দিনাজপুরের হাকিমপুর পৌর এলাকার উদয়গিরি গ্রামের কৃষক রঞ্জন টপ্পো।
মহামারী করোনায় অর্থাভাবে ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ওই কৃষক। কালবৈশাখী ঝড় ও বৃষ্টি কেড়ে নিয়েছে তার দুই চোখের ঘুম। এমন সময় তার কাছে আশিবার্দ হয়ে আসে স্থানীয় ছাত্রলীগের কিছু তরুণ যুবক।
আদিবাসি রঞ্জন টপ্পো বলেন, আমার ৬৬ শতক জমির ধান কাটাই নয়, মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন তারা।
হাকিমপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহাবুব আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা মহামারিতে অসহায় কৃষকদের পাশে দাড়িয়ে নিজেদের ধন্য মনে করছেন এসব ছাত্রলীগের কর্মীরা।
বিডি প্রতিদিন/আল আমীন