মহান মে দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা সুইটমিট দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে শনিবার (১ মে) দুপুরে সংগঠনের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধীর সরকার। প্রধান বক্তা ছিলেন জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার।
আরও আলোচনা করেন টমটম শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মিয়া, ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়ন নেতা শেখ মিজানুর রহমান বাচ্চু প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা সুইটমিট দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অজয় সরকার। সভা শেষে সংগঠনের নেতাকর্মী ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত