ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের একদিন পর আসওয়াদ (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়ি সংলগ্ন একটি পুকুর থেকে পুলিশ ও এলাকাবাসী তার লাশ উদ্ধার করে। আসওয়াদ উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের চানপুর গ্রামের চা দোকানদার আশরাফুলের পুত্র। সে শুক্রবার চাঁনপুর গ্রামের পুলিশ মার্কেটের সামনে থেকে নিখোঁজ হয়েছিল।
পরে তার বাবা আশরাফুল তাকে কোথাও খুঁজে না পেয়ে আজ শনিবার সকাল ১১টার দিকে ফুলপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন। এরপর দুপুর ১২টার দিকে বাড়ি সংলগ্ন পুকুরে এলাকাবাসী নেমে খুঁজে পায় আসওয়াদকে। ফুলপুর থানা পুলিশ ও সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান ডা. আব্দুল মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তারা বলেন, হয়তো গোসল করতে নেমেছিল পরে আর উঠতে পারেনি।
বিডি প্রতিদিন/হিমেল