বরিশালের গৌরনদী উপজেলায় এক মাহেন্দ্র চালককে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে এক নারীসহ দুই যুবকের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে। মামলা দায়েরের পর অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তবে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার মূল পরিকল্পনাকারী ওই নারীকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। সোমবার গ্রেফতারকৃত দুই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এরা হলো ওই উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের সেকেন্দার মৃধার ছেলে আমির মৃধা (৩০) এবং বড় কসবা এলাকার আনোয়ার তালুকদারের ছেলে হৃদয় তালুকদার (২০)। আত্মগোপন করা ওই নারীর নাম শাহিনা বেগম। তিনি আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকশী গ্রামের মাইনুদ্দিন মৃধার স্ত্রী।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, গত রবিবার দুপুরে এক ব্যক্তি থানার এসআই মো. শাহজাহানের মুঠোফোনে কল দিয়ে জানায় নাঈম মৃধা নামে এক মাহেন্দ্র চালক ইয়াবা নিয়ে ভূরঘাটা থেকে টরকী যাচ্ছে। তাকে তল্লাশি করলে ইয়াবা পাওয়া যাবে।
এমনকি তিনিও (তথ্যপ্রদানকারী ব্যক্তি) ওই মাহেন্দ্রতে রয়েছেন। খবর পেয়ে পুলিশ মহাসড়কের টরকী নীলখোলা এলাকায় ওই মাহেন্দ্র থামানোর চেষ্টা করে। মাহেন্দ্র থামার সাথে সাথে দুই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। এতে পুলিশের সন্দেহ হয়। তাদের আটক করে দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
আটক দুই যুবক পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকশী গ্রামের মাইনুদ্দিন মৃধার স্ত্রী শাহিনা বেগমের সাথে একই গ্রামের মাহেন্দ্র চালক নাঈম মৃধার জমি নিয়ে পূর্ব বিরোধ রয়েছে। এর জের ধরে নাইম মৃধাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করে শাহিনা বেগম। এই ধারাবাহিকতায় নাঈম মৃধাকে তারা ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে।
এ ঘটনায় শাহিনা বেগমসহ ওই দুই যুবকের বিরুদ্ধে এসআই মো. শাহজাহান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেন।
আজ দুপুরে দুই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানে হয়েছে। পাশাপাশি পলাতক শাহিনা বেগমকে গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান পুলিশ পরিদর্শক মো. তৌহিদুজ্জামান।
বিডি প্রতিদিন/আল আমীন