নীলফামারীতে এক নারী কৃষকের সোয়া বিঘা জমির ধান কেটে দিয়েছে কৃষকলীগের নেতারা। মঙ্গলবার দুপুরে জেলা শহরের মধ্য হাড়োয়া এলাকায় কৃষক ওমেদা বেগমের ধান কেটে দেয়া হয়। এতে নেতৃত্ব দেন জেলা কৃষকলীগের আহবায়ক ইয়াহিয়া আবীদ।
এ সময় সংগঠনের সদস্য সচিব এ্যাডভোকেট আজাহারুল ইসলাম, সদস্য উমাপদ অধিকারী, ফজলার রহমান ও সদর উপজেলা আহবায়ক সফিয়ার রহমান উপস্থিত ছিলেন।
জেলা কৃষকলীগের আহবায়ক ইয়াহিয়া আবীদ জানান, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে সারাদেশে কৃষকলীগ নেতারা অসহায় দরিদ্র কৃষকদের পাশে দাঁড়াচ্ছে।
তার আলোকে আমরা নীলফামারীতেও দরিদ্র এক নারী কৃষকের জমির ধান কেটে দিয়েছি। জেলার যেখানে প্রয়োজন হবে কৃষকলীগ ওই কৃষকের পাশে দাঁড়াবে। প্রসঙ্গত, নীলফামারী জেলায় এবারে ৮১হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
বিডি প্রতিদিন/আল আমীন