দিনাজপুরে করোনায় মৃত্যুবরণ করা দুজন নার্সের পরিবারের কাছে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের ৭৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন হুইপ ইকবালুর রহিম এমপি।
মঙ্গলবার জাতীয় সংসদ কার্যালয়ে প্রত্যেককে ৩৭ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন তিনি।
ক্ষতিপূরণ পাওয়া ব্যক্তিরা হলেন-নার্সি ইনস্ট্রাক্টর মোছা. রহিমা খাতুন ও নার্সিং ইনস্ট্রাক্টর মোছা. আমিনা খাতুন। রহিমার পক্ষে তার স্বামী মো. শাহাদাত হুসেন এবং আমিনার পক্ষে তার স্বামী মো. জাহাঙ্গীর আলম চেক গ্রহণ করেন।
উল্লেখ্য, রহিমা খাতুন গত বছরের ২ নভেম্বর এবং আমিনা খাতুন গত বছরের ১২ নভেম্বর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বিডি প্রতিদিন/এমআই