সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেশীয় অস্ত্র ও জিহাদি বইসহ জামায়াত-শিবিরের ৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে পৌর এলাকার ঝিকিড়া থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা উল্লাপাড়া উপজেলা জামায়াত-শিবিরের বিভিন্ন পদে দায়িত্বরত রয়েছেন। তারা হলেন- মো. সাইফুল ইসলাম (৪৫), মো. শায়েক মাহমুদ (২৭), রিয়াজ উদ্দিন (৩৭), হাফিজুল ইসলাম (৩০), শাহিন দুলাল (৪৬), মো. রায়হান আলী (৪২), আফসার আলী (৪৭), মোছা. এলিজা পারভীন (৩০)।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস এই তথ্য নিশ্চিত করে বলেন, নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক চলাকালীন পৌর এলাকার ঝিকিড়া থেকে বেশ কয়েকটি হকিস্টিক, দেশীয় অস্ত্র ও জিহাদি বইসহ জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর