সদর উপজেলায় ৩ হাজার দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা (জিআর ক্যাশ) প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার রতনকান্দি, বাগবাটী, বহুলী, শিয়ালকোল, সয়দাবাদ ও কাওয়াকোলা ইউনিয়নে মানবিক সহায়তা (জিআর ক্যাশ) বিতরণ করা হয়।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাইদুল হক বলেন, ৬টি ইউনিয়নে ৩ হাজার দুঃস্থ প্রতি পরিবারের মাঝে ৫০০ টাকা করে মানবিক সহায়তা প্রদান করা হয়।
জিআর বিতরণে অনুষ্ঠানে রতনকান্দি ইউনিয়নে চেয়ারম্যান আনোয়ার হোসেন, ট্যাগ অফিসার সাদ বিন জাহাঙ্গীর, সচিব মাহবুবুর রহমান, বাগবাটী ইউনিয়নে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সচিব আশরাফুল হক, বহুলী ইউনিয়নে চেয়ারম্যান রুহুল আমিন, শিয়ালকোল ইউনিয়নে চেয়ারম্যান আব্দুল মান্নান, সয়দাবাদ ইউনিয়নে চেয়ারম্যান নবীদুল ইসলাম ও কাওয়াকোলা ইউনিয়নে চেয়ারম্যান আব্দুল আলীমসহ ইউপি সদস্যারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর