৭ মে, ২০২১ ২০:২২

ভাসানচরে রোহিঙ্গাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

ভাসানচরে রোহিঙ্গাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নোয়াখালীর ভাসানচরে তৃতীয় দফায় আরো ৩ হাজার ৬০০ রোহিঙ্গা শরণার্থীর মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে কাতার চ্যারিটি। গত বুধবার এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

খাদ্যসামগ্রীর মধ্যে দেয়া হয় চাল, ডাল, তেল, লবণ, চিনি, পেঁয়াজ, রসুন, আদা, মসলা, চিড়া, ড্রাই ফিশ ও আলু। 

ভাসানচরে সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিতিতে এবং তাদের তত্ত্বাবধায়নে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় কাতার চ্যারিটির প্রোগ্রাম ডিরেক্টর ওসমান বশিরসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

ওসমান বশির বলেন,  নিজ ভূমি থেকে বিতাড়িত রোহিঙ্গা শরণার্থীদের পাশে মানবিক সহায়তা নিয়ে পাশে রয়েছে কাতার চ্যারিটি। রোহিঙ্গা সংকটের শুরু থেকেই খাদ্য বিতরণসহ সেবামূলক নানা সহায়তা দেয়া হচ্ছে। কাতার চ্যারিটির এই কার্যক্রম অব্যাহত থাকবে। 

কাতার চ্যারিটি থেকে নিয়মিত খাদ্য সহায়তা পেয়ে রোহিঙ্গারা শরণার্থীরাও সন্তোষ প্রকাশ করেছেন। ছালেহা বেগম নামে এক রোহিঙ্গা বলেন, আমাকে যে খাদ্য সামগ্রী দেযা হয়েছে, তাতে আমার ৫ সদস্যের পরিবারের এক মাস ভালোভাবে কেটে যাবে। প্রতিমাসেই আমি এই খাদ্য সহায়তা পাই। কাতার চ্যারিটিকে ধন্যবাদ জানাচ্ছি। 

বিডি প্রতিদিন/হিমেল/আজহার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর