ময়মনসিংহের ফুলপুরে হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের সাথে তখন তিন গ্রাম হেরোইন পাওয়া যায়।
আটককৃতরা হলো উপজেলার কাজিয়াকন্দা গ্রামের মৃত আব্দুল হামিদ দুপ্পার ছেলে সাফজাল ও মো. মোজাহারুল ইসলামের ছেলে মো. রানা (৩৫)। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। শুক্রবার ১২টার দিকে তাদেরকে ময়মনসিংহের আদালতে প্রেরণ করা হয়।
তিনি আরো বলেন, সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এ ব্যাপারে কোনো ছাড় নেই। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আল আমীন