নীলফামারীর ডোমারে বিধবা রহিমা বেগমের (৬৫) এক বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিল উপজেলা ছাত্র লীগ। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ওই বৃদ্ধার ধান কেটে দেয় উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা। ধান কাটায় অংশ নেয় বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি সোহেল রানা, সম্পাদক আলিফ ইসলাম, ছাত্রলীগ কর্মী শান্ত, রিপন, মামুন, শরিফুল।
রহিমা বেগম বলেন, স্বামী মারা যাওয়ার পর হতে, খুব কষ্ট করে দিন কাটছে। এখন প্রতিদিন ঝড়-বৃষ্টি হচ্ছে। এই বয়সে নিজে ধান কাটতে পারছি না। শ্রমিক দিয়ে ধান কাটতেও অনেক টাকা লাগে। আজ ছাত্রলীগের ছেলেরা আমার এক বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিল। ওদের ভালো হোক।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মানিক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে কৃষকদের পাশে থাকতে বলেছেন। তাই আমরা গরিব কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আল আমীন