ফরিদপুরের সদরপুরে ভয়াবহ আগুন পুড়ে গেছে কৃষক নিহার মল্লিকের শেষ সম্বল। আগুনে তার গোয়াল ঘরসহ ৪টি গরু পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৪ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে কৃষক নিহার দাবি করেন।
শনিবার রাত ১০টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। মশার কয়েল থেকে আগুনের উৎপত্তি হয় বলে ধারণা করছেন কৃষক নিহার। তিনি ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের লখারকান্দির মৃত গফুর মল্লিকের ছেলে।
ক্ষতিগ্রস্ত নিহার মল্লিক বলেন, আমি কৃষি কাজ করে অর্জিত অর্থে গরু পালন শুরু করেছিলাম পরিবারের সচ্ছলতার আসায়। কিন্তু আগুনে আমার গোয়াল ঘরসহ ৪টি গরু পুড়ে যায়। শেষ সম্বল গরু গুলো হারিয়ে আমি এখন দিশেহারা। বিভিন্ন জনের কাছ থেকে ধার দেনা করে গরু গুলো কিনেছিলাম।
কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকির বলেন, কৃষক নিহার মল্লিকের যে ক্ষতি হয়েছে তা তার জন্য পূরণ করা বেশ কষ্টসাধ্য। পরিষদের পক্ষ থেকে তাকে যতটা সহযোগীতা করা দরকার তা করা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর