করোনাভাইরাস পরিস্থিতিতে জয়পুরহাটে দুস্থ, অসহায় ও কর্মহীন পাঁচ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু।
জয়পুরহাট স্টেডিয়াম মাঠে আজ সোমবার বেলা ১১ টায় এই ঈদ উপহারগুলো বিতরণ করা হয়। সংসদ সদস্য সামছুল আলম দুদু বলেন, 'সরকার আপনাদের পাশে আছে। কারও ত্রাণের দরকার হলে আমাকে জানাবেন এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা করা হবে। সবাই সচেতন থাকবেন, নিরাপদে থাকবেন।'
এসময় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রাজা চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু, পৌর কাউন্সিলর সেলিমুর রহমান বাবুল উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির