বগুড়ার সারিয়াকান্দিতে কুকুরের কামড়ে ৭ জন আহত হয়েছেন। রবিবার সারিয়াকান্দি পৌর এলাকায় এই ঘটনা ঘটে। সারিয়াকান্দি হাসপাতাল সূত্রে জানা যায় তাদের তত্ত্বাবধানে সাতজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে টিকাদানের জন্য বগুড়ার মোহাম্মাদ আলী হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। সারিয়াকান্দি পৌরসভায় জলাতঙ্ক ভ্যাকসিন না থাকায় ভুক্তভোগীরা বাধ্য হয়েই জেলা সদর হতে ভ্যাক্সিন গ্রহণ করছেন। আবার কেউ কেউ উচ্চমূল্যে বাজার হতে ভ্যাক্সিন সংগ্রহ করছেন।
কুকুরের কামড়ে আহত ব্যক্তিরা হলেন চরগোসাইবাড়ী গ্রামের খোরশেদ আলমের ছেলে মানিক (১২), হিন্দুকান্দি গ্রামের চাঁন মিয়ার ছেলে হানিফ মিয়া (৬০), হিন্দুকান্দি গ্রামের রহিম প্রামাণিকের ছেলে রশিদুল ইসলাম (৪০), হিন্দুকান্দি গ্রামের আমজাদ হোসেনের ছেলে রুহুল আমিন (৩০), বাড়ইপাড়া গ্রামের সবেশ সরদারের স্ত্রী মোছা. সুখী বেগম(৬৫), গোসাইবাড়ী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে তাহেরুল ইসলাম (৪২), সারিয়াকান্দি সদরের পারতিত পরল গ্রামের ডাবলু মিয়ার ছেলে বিশাল মিয়া (৯)।
সারিয়াকান্দি সদরের ভুক্তভোগী কবির মাস্টার জানান, গত কয়েকদিন হলো সারিয়াকান্দিতে কুকুরের কামড়ানোর পরিমান খুবই বেড়ে গেছে। পথচারীরা প্রতিনিয়ত কুকুর কামড়ানোর আতঙ্ক নিয়ে চলাচল করছেন।
সারিয়াকান্দি পৌরসভার কাউন্সিলর মাহমুদুল হাসান মনজু জানান, বিষয়টি নিয়ে আমরা খুবই মর্মাহত হয়েছি। আমাদের পৌরসভায় ভ্যাক্সিনের কোন বরাদ্দ না থাকায় ভুক্তভোগীদের মাঝে ভ্যাক্সিন সরবরাহ করতে পারছি না।
সারিয়াকান্দির পাগল কুকুরের থেকে মানুষের নিরাপত্তার জন্য সরকারি সহযোগীতা চেয়েছেন সচেতন এলাকাবাসী।
বিডি প্রতিদিন/আল আমীন