ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নতুন করে হেফাজতে ইসলামের ৩ কর্মী-সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় এ পর্যন্ত গ্রেফতারকৃতের সংখ্যা ৪৫৭ জনে দাঁড়িয়েছে। তাণ্ডবের ঘটনায় দায়ের করার ৫৬টি মামলায় তাদের গ্রেফতার করা হয়।
আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, সহিংস ঘটনাসমূহের প্রাপ্ত স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। গ্রেফতারকৃতরা হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক বলে পুলিশের দাবি।
উল্লেখ্য, হেফাজতের তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সর্বমোট ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি ও সরাইল থানায় ২টি ও রেলওয়ে থানায় ১টি সহ সর্বমোট ৫৬টি মামলা দায়ের করা হয়েছে। এসকল মামলায় ৪৩৯ জন এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ হাজার মানুষকে আসামি করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর