দিনাজপুরের চিরিরবন্দরে মাঠের বোরো ধান কাটার সময় বজ্রপাতে মোকলেছুর রহমান ওরফে ক্যারু নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউপির শান্তিরবাজার এলাকার পানুয়াপাড়া নামক স্থানে এ বজ্রপাতের ঘটনা ঘটেছে।
মোকলেছুর রহমান ওরফে ক্যারু (২৫) চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউপির অমরপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, ওই সময় আকাশে মেঘে ঢেকে গিয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে ক্যারু গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই সে মারা যায়। এসময় সে মাঠে বোরো ধান কাটছিল। অমরপুর ইউপি চেয়ারম্যান হেলাল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আল আমীন