কুড়িগ্রাম পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার ও এন্টি সেপটিক সাবান বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার শাপলা চত্বরের সামনে এসব সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো: জাফর আলী (সাবেক এমপি)।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, জেলা পরিষদ সদস্য একরামুল হক বুলবুল, সাংবাদিক মিজানুর রহমান মিন্টু, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন