সিরাজগঞ্জের বেলকুচি, এনায়েতপুর ও চৌহালীতে বিএনপির দুই হাজার নেতাকর্মীর মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বুধবার দুপুরে বেলকুচি উপজেলার তামাইগ্রামে বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে এসব ঈদ উপহার বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।
বিতরণকালে বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুস সামাদ সরকার, জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব সাইদুল ইসলাম, আব্দুস ছালাম, উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, এনায়েতপুর থানা বিএনপির সদস্য সচিব মঞ্জু সিকদার, চৌহালী বিএনপি নেতা রবিউল ইসলাম, আব্দুল হাকিম, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আলতাফ হোসেন প্রামাণিক, বিএনপি নেতা এন্তাজ আলী প্রামানিক, কেরামত আলী তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইমতিয়াজ উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব কমিশনার আলম প্রামাণিক, যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের আহ্বায়ক পলাশ আহমেদ সদস্য সচিব রিজন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন