বুধবার দিবাগত রাত তিনটার দিকে বগুড়া শহরের রেলওয়ে আদর্শ হকার্স মার্কেটে দোকান ও গোডাউনে শর্ট সার্কিটে আগুন লাগলে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন ২টি দোকান ও একটি গোডাউনের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষ দাবি করেছেন।
হকার্স মার্কেটের ব্যবসায়ী নেতা শ্যামল চন্দ্র দাস জানান, মার্কেটে তারও দোকান থাকায় খবর পেয়ে তিনি দ্রুত মার্কেটে ছুটে আসেন। এসে মেসার্স ফাহিম গার্মেন্টস ও রিপন হোসিয়ারী এন্ড গার্মেন্টসে আগুন দেখতে পান। ২টি দোকানের মালিক তাদের কাছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে দাবি করেছেন।
বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, তারা খবর পেয়ে দ্রুত এসে ২টি দোকান ও উপরে গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। যেহেতু দোকান বন্ধ ছিল তাই তারা শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করছেন। মেসার্স ফাহিম গার্মেন্টস থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানান তিনি। তবে ক্ষতির পরিমাণ তিনি বলতে পারেননি প্রাথমিক ভাবে।
এসময় বগুড়া সদর থানার এস আই মিঠুন সরকার, সদর ফাঁড়ির টি এস আই খোরশেদ আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন