১৩ মে, ২০২১ ২২:২২

বরিশাল কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে থানা চত্ত্বরে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমপির উপ-কমিশনার (দক্ষিন) মো. মোকতার হোসেন। 

অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিভিন্ন ভুক্তভোগীর কথা শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন উপ-কমিশনার মো. মোকতার হোসেন। করোনাকালে স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করার পরামর্শ দেন উপ-কমিশনার। 

কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) মো. রাসেল, সহকারী কমিশনার (কোতয়ালী) প্রকৌশলী শাহেদ আহমেদ চৌধুরী।

এছাড়া কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান, পরিদর্শক (অপারেশন) মো. মোজাম্মেল হক সহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

প্রতি মাসের ৪ তারিখ বিএমপির বন্দর থানায়, ৭ তারিখ কাউনিয়া থানায়, ১০ তারিখ বিমানবন্দর থানায় এবং ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় নিয়মিত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়ে আসছে। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর