দিনাজপুরের বিরামপুরে সীমান্তে অবৈধ্ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার অপরাধে আশরাফুল মোল্লা (২০) নামের এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। পরে ওই যুবককে পুলিশি পাহারায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ দাউদপুর গোবিন্দপুর সীমান্ত এলাকার ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে ওই যুবককে আটক করা হয়। আটক আশরাফুল ভারতীয় হিলি থানার ভীমপুর এলাকার নিচাগোবিন্দপুর গ্রামের রইক মিয়ার ছেলে।
বিজিবি’র ভাইগড় কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার সকালে ভারতীয় ওই যুবক দাউদপুর গোবিন্দপুর এলাকা দিয়ে বাংলাদেশের প্রবেশ করে। এসময় কর্তব্যরত বিজিবি সদস্যরা ওই যুবককে ধাওয়া করে সীমান্তে ২৮৯/৪১ এস পিলারের কাছ থেকে ১শ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে আটক করে। পরে, তাকে বিরামপুর থানায় কন্ট্রোল অফ এন্টি ১৯৫২ এর ৪ ধারায় সন্ধ্যায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        