সুনামগঞ্জের দিরাইয়ে চট্টগ্রামের হাটহাজারী থানার মামলায় মাওলানা আব্দুর রহমান হেলাল নামে হেফাজত ইসলামের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বড় কাপন গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে দিরাই থানা পুলিশ। তিনি গ্রামের হামদু মিয়ার ছেলে ও হাটহাজারীর একটি নুরানি মাদ্রাসার শিক্ষক।
দিরাই থানার ওসি আজিজুর রহমান মাওলানা আব্দুর রহমান হেলালকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি চট্টগ্রামের হাটহাজারী থানার মামলায় এজাহারনামীয় আসামি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন