বগুড়ায় ইভটিজিং এর প্রতিবাদ করায় নবীন হোসাইন রকি (৩৪) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে আহত করেছে বখাটেরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের নারুলী পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। আহত যুবক ওই এলাকার বন্ধু মহল নামের সামাজিক একটি সংগঠনের সভাপতি।
ঘটনার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসাপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি আশংকামুক্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় নারুলী পশ্চিম পাড়ায় এক নারীকে আপত্তিকর কথা বলে উত্যক্ত করছিল স্থানীয় বখাটে যুবক পাইলট। তখন আহত নবীন পাইলটকে বাধা দিয়ে প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই বখাটে আরও কয়েকজন সহযোগী নিয়ে নবীনের উপর হামলা করে। এ সময় নবীনের মাথায় ইট দিয়ে আঘাত করে এক পর্যায়ে ছুরিকাহত করে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানায়, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পায়নি। তবে জানার পরে অভিযুক্তদের গ্রেফতারে আমরা চেষ্টা চালাচ্ছি।
বিডি প্রতিদিন/আল আমীন