নেত্রকোনার দুর্গাপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ট্রাকের চাপায় হাবিবা (৭) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ মে) দুপুরে উপজেলার শান্তিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু হাবিবা উপজেলা কাকৈরগড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের নুরুদ্দিনের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ব্যাটারি চালিত অটোরিকশায় করে পরিবারের সাথে নিজ গ্রাম থেকে পাশের গ্রাম শান্তিপুরে নুরু মোহাম্মদ আলী নামে এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিল শিশু হাবিবা। অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক শিশুটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। ঘটনার পরপরই ঘাতক চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করে স্থানীয়রা।
বিডি-প্রতিদিন/তাফসির আব্দুল্লাহ