বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোনাউল্লাহ্ (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এলাঙ্গী ইউনিয়নের হাসাপোটল গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সোনাউল্লাহ ওই গ্রামের মোবারক আলী ছেলে।
স্থানীয় লোকজন জানান, সোনাউল্লাহ বুধবার সকাল থেকে তার বাড়ির উঠানে ধান মাড়াই করছিলেন। দুপুরের দিকে বৈদ্যুতিক পাখার বাতাসের সাহায্যে ধান পরিস্কার শুরু করতে থাকেন। এ সময় অসাবধানতাবসত বৈদুতিক তারের সাথে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন