গাজীপুরের শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকায় কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
শনিবার দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বৈরাগীরচালা পশ্চিম পাড়া ভূইয়া বাড়ি ও উত্তর পাড়া থেকে এ কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
হাজী আব্দুল রহীম ভূইয়া নামে এক ব্যক্তি জানান, তার ভাতিজা মৃত শহিদুল্লাহ ভূইয়া (৬২), মৃত আলতাব হোসেন ভূইয়া (৬০) এবং মৃত মনির হোসেন এই তিনজনের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চক্র।
জানা যায়, রবিবার সকালে নিহতের স্বজনরা কবরের মাটি সরানো দেখলে তাদের সন্দেহ হয়। কবরস্থানে গিয়ে কবরের ভেতর কঙ্কালের অস্তিত্ব দেখতে না পেয়ে তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে তারা কোনো উপায়া না দেখে নিজেরাই মাটি দিয়ে কবর ঢেকে দেয়।
বারবার এ এলাকায় কবর খুড়ে কঙ্কাল ও লাশ চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতুহলের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী কঙ্কাল চুরি রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম হোসেন জানান, আমি খবর পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই