ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের দেলোয়ার হোসেন হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ঢাকার খিলখেত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. শফিক (৪০) ও মো. আতিক (৩০)। শফিক সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামের আইয়ূব আলীর ছেলে। আর আতিক একই এলাকার কিতাব আলীর ছেলে।
পুলিশ জানায়, পাকশিমুল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলামের সাথে সাবেক চেয়ারম্যান কাশেম আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এসব বিরোধের জের ধরে ৭ এপ্রিল রাতে পাকশিমুল বাজারে প্রতিপক্ষের হামলায় কাশেম আলীর পক্ষের দোলোয়ার হোসেন (২৮) নিহত হন। নিহত দেলোয়ার একই গ্রামের আবদুল হান্নানের ছেলে।
এ ঘটনায় পরদিন নিহতের মা নাজমা বেগম বাদী হয়ে প্রতিপক্ষের ৩৮ জনের নাম উল্লেখ করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, রবিবার সকালে গ্রেফতার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ পর্যন্ত দোলোয়ার হত্যা মামলার সাতজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এমআই