গাজীপুরের শ্রীপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুম মিজানুর রহমান খানের ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল১১ টায় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামীলীগ
দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. হুমায়ূন কবির হিমুর সভাপতিত্বে ও শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূরে আলম মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
এসময় বক্তারা মরহুম মিজানুর রহমান খানের কর্মময় জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল