করোনায় ক্ষতিগ্রস্ত বগুড়া জেলার ২০১ জন সাংস্কৃতিক কর্মী প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ হাজার টাকা করে পেয়েছেন। সোমবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে কর্মহীন শিল্পী, কলাকুশলী ও কবি সাহিত্যিকদের উপহারের চেক তুলে দেয়া হয়।
বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রত্যেককের হাতে ১০ হাজার টাকার চেক প্রদান করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক উজ্জল কুমার ঘোষ, এনডিসি জিএম রাশেদুল ইসলাম, জেলা কালচারাল অফিসার শাহাদত হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, গ্রাম থিয়েটারের আব্দুল হান্নানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপহার পেয়ে ক্ষতিগ্রস্ত সাংস্কৃতিক কর্মীরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।
বিডি প্রতিদিন/আল আমীন