ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জিসান (১৭) নামে এক তরুণ নিহত হয়েছে। সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বেরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিসানের বাড়ি মুন্সিগঞ্জ জেলা সদরের বলে জানা গেছে। খাঁটিহাতা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে একটি কাভার্ডভ্যান সিলেটে যাচ্ছিল। পথিমধ্যে বেরতলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কাভার্ডভ্যানে থাকা জিসান নিহত হয়।
নিহতের পরিচয় শনাক্ত হওয়ার পর তার পরিবারের সদস্যরা হাইওয়ে থানায় আসে। তাদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এমআই