ঘূর্ণিঝড় ইয়াসে'র প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ইউনিয়নে চর আমানউল্লাহ গ্রামে ঘর থেকে জোয়ারের পানিতে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ লিমা আক্তার (৭) উপজেলার সুখচর ইউনিয়নের চর আমান উল্যাহ গ্রামের জুবলুলের মেয়ে।
মরদেহটি আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টায় বেড়িবাঁধের বাহিরে আটকে থাকা জোয়ারের পানিতে ভেসে উঠে। পরে পরিবারের লোকজন মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেন। তিনি আরও জানান, 'উপজেলার সুখচর ইউনিয়নে গত বুধবার (২৬ মে) সন্ধ্যার দিকে জোয়ারের পানিতে ঘর থেকে ভেসে যায় ওই শিশু।'
উল্লেখ্য, ঘূর্ণিঝড় ইয়াসে'র প্রভাবে জোয়ারের ফলে দুপুরে বাবুলের ঘরে পানি ডুকে পড়ে। জোয়ারের সময় পরিবারের লোকজনের সাথে নিজ ঘরে ছিল লিমা। সন্ধ্যার কোন এক সময়ে পরিবারের সদস্যদের অগোচরে লিমা পানিতে পড়ে জোয়ারের পানিতে ভেসে যায়।
বিডি প্রতিদিন/ অন্তরা কবির