ভাঙ্গায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) শুরু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে ভাঙ্গা সরকারি কে এম কলেজের মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান।
ইউএনও আজিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) সজীব আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ প্রতিযোগিতায় ভাঙ্গার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ মোট ১৩টি দল নক আউট পদ্ধতিতে অংশ নিচ্ছে। আগামী ৩১ মে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
ইউএনওর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের বলেন, গতকাল মোট তিনটি খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় কাউলিবেড়া ইউনিয়ন টাইব্রেকারে ১-০ গোলে কালামৃধা ইউনিয়নকে হারিয়ে দেয়। দ্বিতীয় খেলায় নাসিরাবাদ ইউনিয়ন না আসায় তুজারপুর ইউনিয়নকে ২-০ গোলে বিজয়ী ঘোষণা করা হয়। তৃতীয় খেলায় ভাঙ্গা পৌরসভা ট্রাইব্রেকারে ১-০ গোলে হামিরদী ইউনিয়নেকে হারিয়ে দেয়।
বিডি প্রতিদিন/হিমেল