বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের গাভীখোলা গ্রামে পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গেছে কলেজছাত্র নাইম খান (১৯)। শুক্রবার দুপুরে নিহত নাইম বাকেরগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের মোশারফ হোসেন খানের ছেলে।
স্থানীয়রা জানান, নাইম বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যান। পরবর্তীতে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন।
বিডি প্রতিদিন/এ মজুমদার