শরীয়তপুরের নড়িয়ায় চুরি হওয়া ৫ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশুটির নাম মাহমুদ হাসান। মাহমুদ সদর উপজেলার ধানুকা এলাকার বিল্লাল হোসেন বেপারীর ছেলে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার শিরঙ্গল গ্রামের একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে গতকাল দুপুরে শরীয়তপুর সদর উপজেলার ধানুকায় শিশুটিকে বাড়ি থেকে চুরি করে পালিয়ে যান তানিয়া শিকদার (৩০) নামে এক নারী। এ ঘটনায় তানিয়া শিকদারকে আটক করেছে পুলিশ। তিনি সদর উপজেলার স্বর্ণঘোষ গ্রামের অজিত শিকদারের মেয়ে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন