গাজীপুরের বাঘের বাজার এলাকায় পরিবেশ দূষণ বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা ফারজানার নেতৃত্বে ও গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় রবিবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন জানান, ভ্রাম্যমাণ আদালত গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকার কনসেপ্ট কংক্রিট লিমিটেডকে পরিবেশ দূষণের দায়ে ২ লাখ জরিমানা ধার্য পূর্বক তা আদায় করা হয় এবং যথাযথ পরিবেশ ব্যবস্থাপনা নিশ্চিত করা পর্যন্ত কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক সঞ্জীত বিশ্বাস ও আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিল গাজীপুর আনসার ব্যাটালিয়নের সদস্য।
বিডি প্রতিদিন/এ মজুমদার