কুমিল্লার চান্দিনায় পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার কুটুম্বপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কুটুম্বপুর গ্রামের মনির হোসেনের ছেলে ইয়াছিন (৬) ও নাওতলা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে নীরব (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে কুটুম্বপুর এলাকায় খালার বাড়িতে মাসহ বেড়াতে আসে নীরব। রবিবার দুপুরে কুটুম্বপুর পূর্বপাড়া ওয়াদুধ মুহুরী বাড়ি সংলগ্ন পুকুরে গোসল করতে যায় নীরব ও ইয়াছিন। এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় তারা। স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে চান্দিনার মদিনা মেডিকেল কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় মাধাইয়া ইউপির চেয়ারম্যান অহিদুল ইসলাম জানান, ‘ঘটনাটি শুনেছি। ওই শিশুরা সম্পর্কে আমার নাতি হয়। এখনো ঘটনাস্থলে যাইনি। তাদের পরিবারের খোঁজখবর নিয়েছি।’
বিডি প্রতিদিন/এ মজুমদার