টাঙ্গাইলে এক নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরের দিকে পৌর এলাকার বটতলা সিএনবি রোড় থেকে এ লাশটি উদ্ধার করা হয়। কন্যা শিশুর লাশটি নাভি কাটা এবং পলিথিনে মোড়ানো ছিল।
স্থানীয়রা জানান, সিএনবি রোডর পাশে আর্বজনায় পলিথিনে মোড়ানো একটি নবজাতকের লাশ দেখে এক পথচারী ৯৯৯ কল দেয়। স্থানীয় একটি বাসায় কাজ করা রাজমিস্ত্রী আব্দুল খালেক জানান, সকাল ৯ টার দিকে তিনি ওই জায়গায় কোন নবজাতকের লাশ দেখেননি । খুব সম্ভব কেউ রিক্সা বা অটোতে যাওয়ার সময় নবজাতকের লাশটি ফেলে রেখে যায়।
টাঙ্গাইল সদর থানার এসআই আব্দুল ওহাব জানান, বেলা সাড়ে ১১ টার দিকে ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে সিএনবি রোডে পৌঁছাই। পরে নাভি কাটা পলিথিনে মোড়ানো নবজাতক কন্যা শিশুর লাশটি উদ্ধার করি। নবজাতকের লাশটি সুরতহাল করে দাফনের ব্যবস্থা করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার