বরিশালের গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামে দাবিকৃত যৌতুক না দেয়ায় পূর্নিমা বেগম মীম নামে এক গৃহবধূকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্বামী শফিকুল সরদারের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার বিচার দাবি করেছেন নির্যাতিতার পরিবার। এদিকে গৃহবধূকে কুপিয়ে-পিটিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত স্বামী শফিকুল সরদারকে পুলিশ গ্রেফতার করেছে।
এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেছেন গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ মনিরুজ্জামান কাঞ্চন।
বিডি প্রতিদিন/এ মজুমদার