নাটোরে দিনভর থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সোমবার সকাল থেকে কখনো গুঁড়ি গুঁড়ি কখনো বজ্রপাতসহ ভারী বৃষ্টি হচ্ছে। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও ভ্যাপসা গরম রয়ে গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টিপাত ৫ জুন পর্যন্ত অব্যাহত থাকবে। এর সাথে বেশি বেশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাই সকল নাগরিককে বৃষ্টির সময় বাইরে বের না হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
শহরের বিভিন্ন স্থানে রাস্তায় পানি জমে গেছে। তবে জনজীবনে স্বস্তি নেমে এসেছে। বৃষ্টির কারণে পানির স্তর উপরে উঠে আসায় টিউবওয়েল গুলিতে পানি পাচ্ছে জনগণ। এতেই স্বস্তি নেমে এসেছে জনমনে।
বিডি প্রতিদিন/এ মজুমদার