‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এই শ্লোগানে শেরপুরে আগামী ৫ থেকে ১৯ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এবার মোট ২ লক্ষ ৫ হাজার ১০১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ১ হাজার ৩৪৬টি টিকাদান কেন্দ্রের ২ হাজার ৬৯২ জন স্বেচ্ছাসেবকের সহায়তায় ওই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
আজ বুধবার সকালে শেরপুর জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে আয়োজিত এক অরিয়েন্টেশন কর্মশালায় ওইসব তথ্য জানান সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ।
তিনি আরও বলেন, প্রতিবার বছরে দু’বার দিনব্যাপী এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হলেও এবার করোনা ভাইরাসজনিত পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পেইন দুই সপ্তাহ করা হয়েছে। কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. আকরাম হোসেন।
কর্মশালায় জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত লিমা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর