যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নূরজাহান ইসলাম নীরা (৫৪) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার পৌনে ১২টার দিকে তিনি মারা যান।
হাসপাতাল সূত্র জানায়, হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ভর্তির প্রায় ২০ মিনিট পর তিনি মারা যান।
হাসপাতালের চিকিৎসক কাজল কান্তি দাঁ বলেন, মূলত শ্বাসকষ্টজনিত কারণেই নূরজাহান ইসলাম নীরার মৃত্যু হয়েছে। এছাড়াও তিনি ডায়াবেটিস, ব্লাড প্রেশার ও হার্টের রোগী ছিলেন।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, বেশকিছু দিন ধরে তিনি হার্টের জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার হার্টে রিং পরানো হয়।
নূরজাহান ইসলাম নীরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, নীরা ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে আজকের এই অবস্থানে পৌঁছেছিলেন। তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।
বিডি প্রতিদিন/আবু জাফর