শরীয়তপুরের নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী হাচান আলী রাঢ়ীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মুলফৎ কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দোয়া মাহফিলে ভার্চুয়ালী যুক্ত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি। নড়িয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও চরভাগা পাইক বাড়ি জামে মসজিদে আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মাল, সহ-সভাপতি আনোয়ার হোসেন বাদসা শেখ, সাধারণ সম্পাদক হাচানুজ্জামান খোকন, সাংগঠিক সম্পাদক ভিপি চুন্নু, সালাম, মিহির চক্র, দপ্তর সম্পাদক মাস্টার শাহ আলম, কোষাধ্যক্ষ আলমগীর দালাল, প্রচার সম্পাদক সহিদ মোল্যা ও সদস্য কবির উজ্জামানসহ অঙ্গ-সংগঠনের নেতাকমীরা।
বিডি প্রতিদিন/এমআই