শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় সাতানিপাড়া গ্রামে প্রতিপক্ষের মারপিটে আহত শাহাদুল (২৫ ) মারা গেছে। শুক্রবার বিকেলে তারা মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। নিহত শাহাদুল কলসপাড় সাতানিপাড়া গ্রামের সুরুজ্জামানের পুত্র।
পুলিশ জানায়, শাহাদুলের ভাই রফিকুল নয়ন নামে একজনের কাছে পচিশ হাজার টাকা পায়। সে পাওনা টাকা আদায়ের জন্য ২৩ মে শাহাদুলকে একটি হালখাতার কার্ড দিয়ে নয়নের কাছে পাঠায়। এ সময় কথাকাটির জের ধরে নয়ন তার দলবল নিয়ে শাহাদুলকে মারপিট করে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শেরপুর সদর হাসপাতালে ও পরে ময়মনসিংহ ও ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি ফিরে এসে সে আবার অসুস্থ হয়ে পড়ে। ২৯ মে তাকে আবার শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে আজ শুক্রবার বিকেলে সে মারা যায়।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদল জানান, ওই মারপিটের ঘটনায় শাহাদুলের চাচা চাঁন মিয়া মাষ্টার বাদী হয়ে নয়নসহ ১৪ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। এখন এটিই হত্যা মামলা হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আল আমীন