কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চাকমারকুলে পাহাড় ধসে নুর হাসিনা (২০) নামে এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুন) দুপুর ১টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল ২১নং ক্যাম্পের ব্লক নং-এ/২ এর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী নুর হাসিনা (২০) ওই ক্যাম্পের ব্লক নং-এ/২ এর শাকেরের স্ত্রী বলে জানা গেছে। এদিকে, আজ শনিবার উখিয়ার ১২ নাম্বার ক্যাম্পের জে ব্লকের রহিম উল্লাহ নামের এক ব্যক্তিও পাহাড় ধসে নিহত হয়েছেন।
বিষয়টি কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো.তারিকুল ইসলাম তারিক নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (৫ জুন) দুপুর ১টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল ২১নং ক্যাম্পের ব্লক নং-এ/২ এর এলাকায় বসতঘর সংলগ্ন পাহাড়ে প্রচণ্ড বৃষ্টিতে হঠাৎ ধসে পড়ে। এতে নারী শরণার্থী নুর হাসিনা চাপা পড়ে যায়। উক্ত ঘটনার সংবাদ পেয়ে ক্যাম্পের অভ্যন্তরে টহলরত এপিবিএন পুলিশ সদস্যরা আশে-পাশের লোকজন তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করে এবং দ্রুত তাকে উদ্ধার করে ক্যাম্পের সেভ দ্যা সিলড্রেন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও নজরদারি বাড়ানো হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা