কৃষি জমির মাটি বিক্রি এবং সড়কে মাটি ফেলে কর্দমাক্ত করার অপরাধে ভাটামালিকসহ ছয়জনকে অর্থদণ্ড দিয়েছেণ ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ জুন) দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বালিহুদা গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন এ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জীবননগরের হাসাদহ এলাকার হিরো ব্রিক্সের মালিক আতিয়ার রহমান, ট্রাক্টর মালিক ঝন্টু মিয়া ও চার ট্রাক্টরের চালক। এদের মধ্যে ভাটামালিককে ৫০ হাজার এবং বাকিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন জানান, কৃষি জমি ও গ্রামীণ সড়ক কোনভাবেই নষ্ট করা যাবে না। উপজেলা প্রশাসন থেকে কাউকে কৃষি জমি থেকে মাটি উত্তোলন ও পরিবহনের কোন অনুমতি দেওয়া হয় না বা হয়নি। এ ধরণের কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত