গাজীপুরের কাপাসিয়া উপজেলার ৯ নং কাপাসিয়া ইউনিয়ন পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে। রবিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি এ ভবনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধানের সভাপতিত্বে এবং কাপাসিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব ঘোষের সঞ্চালণায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো: আমানত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান প্রধান, যুগ্ম সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।
ইউনিয়ন পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবনটি নির্মাণে প্রাক্কলিত মূল্য ধরা হয় ১ কোটি ৭১ লাখ ৩৮ হাজার ৪১৯ টাকা। আর চুক্তিমূল্য ছিল ১ কোটি ৭১ লাখ ৭ হাজার ৯৭৬ টাকা। ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
বিডি প্রতিদিন/এ মজুমদার