নাটোর পৌর এলাকায় আক্রান্তের হার বেশি হওয়ায় করোনা পরীক্ষায় শহরবাসীকে উৎসাহিত করতে বিনামূল্যে অ্যান্টিজেন টেস্ট শুরু করেছে নাটোর জেলা প্রশাসন।
সোমবার দুপুরে শহরের কানাইখালী কেন্দ্রীয় মসজিদের সামনে বিশেষ বুথ স্থাপন করে বিনামূল্যে করোনার নমুনা সংগ্রহ বুথের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।
এসময় জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার ও সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
প্রতিদিন অন্তত দুই শতাধিক নমুনা সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে জেলা প্রশাসন। এতে করে পরবর্তী সময়ে করোনা পরিস্থিতি বুঝে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। এছাড়া নাটোরে করোনা টেস্টের জন্য ব্যক্তিগত তহবিল থেকে ১০ হাজার টাকা দিয়েছেন পৌর মেয়র উমা চৌধুরী।
বিডি প্রতিদিন/এমআই