সম্প্রতি চাঁদপুর শহর ও শহরতলী এলাকায় কিশোরদের বিভিন্ন অপরাধ ক্রমাগত বেড়েই চলেছে। এই অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ করতে চাঁদপুর মডেল থানা পুলিশ, শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৪০ জন সদস্যকে আটক করেছে।
রবিবার বিকাল ৫টা থেকে রাত গভীর পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে এদের আটক করে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে। অভিযানে নেতৃত্বে দেন মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদসহ একদল পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
চাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, কিশোরদের নানা অনিয়ম পুলিশের নজরে আসলে রবিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত শহরের গাছতলা ব্রিজ, পাসপোর্ট অফিস এলাকা, প্রেসক্লাব ঘাট, মুখার্জি ঘাটসহ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় কিশোর গ্যাং সন্দেহে বিভিন্ন বয়সের ৪০ জন কিশোর-যুবককে আটক করা হয়। আটক কিশোরদেরকে তাদের অভিভাবক ডেকে মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কিশোর গ্যাং দমনে অভিযান অব্যাহত রাখবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন